উত্তরায় ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন কলেজছাত্রের দেহ

ফজরের নামাজ শেষে রেললাইন ধরে হাঁটছিলেন আহমেদ সানি হানিফ নামের এক কলেজছাত্র। অসাবধান হওয়ায় ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হলো তার দেহ। ঘটনাটি ঘটেছে রোববার ভোরে রাজধানীর উত্তরা আজমপুর রেলগেটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সানু মং মারমা।

আরও পড়ুন: সঠিক সময়ে ইফতার করার গুরুত্ব

তিনি বলেন, অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় ঐ কলেজছাত্র। সংবাদ পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত সানি ময়মনসিংহ জেলার পাগলা থানার বিড়ই গ্রামের আবুল বাশারের ছেলে। বর্তমানে তারা আজমপুর পূর্ব মোল্লার টেকে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

আরও পড়ুন: স্পেনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে

মৃতের বাবা আবুল বাশার জানান, তার একমাত্র সন্তান আহমেদ সানি হানিফ। সে নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির শিক্ষার্থী ছিল। সকালে ফজরের নামাজ শেষে সে আজমপুর রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হয়।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us