লিওনেল মেসির নামানুসারে আর্জেন্টিনার ট্রেনিং সেন্টারের নাম

ক্রীড়াঙ্গন ডেস্কঃ

আগে নাম ছিল ‘কাসা দে এসেইসা।’ এখন নাম, ‘লিওনেল আন্দ্রেস মেসি।’ বুয়েন্স এইরেসে আর্জেন্টিনা দলের অনুশীলন ক্ষেত্র এখন থেকে স্রেফ এই নামেই পরিচিত হবে। খেলোয়াড়ি জীবনেই এমন কিছু পাওয়া যে কারও জন্যই বড় সম্মান বটে। ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপা খরা ঘোচানোর নায়ককে এই সম্মান দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

Islami Bank

আরও পড়ুন… টি-টোয়েন্টিতে এবার আইরিশ বধের অপেক্ষায় বাংলাদেশ

এএফএ প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া শনিবার টুইটারে ফলক উন্মোচনের ছবি পোস্ট করে জানান নতুন নামকরণের বিস্তারিত। তিনি বলেন, আমাদের কাসা দে এসেইসায় আজ ঐতিহাসিক এক দিন, বিশ্বের সেরা ফুটবলারের প্রতি সম্মান জানিয়ে আজকে থেকে যেটির নাম ‘লিওনেল আন্দ্রেস মেসি।’ আমাদের সঙ্গে থাকার জন্য সব কোচ, ফুটবলার ও এএফএর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা।

one pherma

আর্জেন্টিনার বর্তমান দল তো বটেই, সাবেক অনেক ফুটবলারদের বেশ কজন উপস্থিত ছিলেন এই আয়োজনে। স্বাগত জানিয়ে তাপিয়া বলেন, বিশ্ব চ্যাম্পিয়নদের আঙিনায় সবাইকে স্বাগত। নিজ দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের এই সম্মান ও ভালোবাসার ছোঁয়ায় উষ্ণ মেসির হৃদয়ও। তিনি জানান, খুবই ভালো লাগছে আমার। এই সম্মাননা সত্যিই খুব, খুবই স্পেশাল। এখন থেকে এটির নাম লিওনেল আন্দ্রেস মেসি হবে জানতে পারাটা দারুণ কিছু।

ইবাংলা/এইচআর /২৭ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us