চট্টগ্রামে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদকঃ

ওয়ানডের মতো আধিপত্য বজায় রেখে টি-টোয়েন্টি সিরিজও জিততে চায় বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং।

আরও পড়ুন… লিওনেল মেসির নামানুসারে আর্জেন্টিনার ট্রেনিং সেন্টারের নাম

টি-টোয়েন্টি ফরম্যাটের আগের সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়ে আইরিশদের বিপক্ষে ফুরফুরে মেজাজে টাইগার শিবির। ইংলিশদের তুলনায় আয়ারল্যান্ড অনেক পেছনের সারির দল। এক দিনের ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি তারা। ধারণা করা হচ্ছে, টি-টোয়েন্টি সিরিজেও সেভাবে প্রতিদ্বন্দ্বিতা হবে না। প্রভাব বিস্তার করে খেলে সফরকারীদের হোয়াইটওয়াশ করতে পারবেন সাকিবরা।

আইরিশরাও হারের ক্ষতে প্রলেপ দিতে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চায়। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আয়ারল্যান্ড। তিন ওয়ানডের পর প্রথম টি-টোয়েন্টিতেও টস জিতল সফরকারীরা।

আরও পড়ুন… টি-টোয়েন্টিতে এবার আইরিশ বধের অপেক্ষায় বাংলাদেশ

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

ইবাংলা/এইচআর /২৭ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us