ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন শাকিব খানের

বিনোদন প্রতিবেদকঃ

চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। শাকিব খান সোমবার স্বশরীরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াতের আদালতে হাজির হয়ে এ আবেদন করেন। সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটে শাকিব আদালতে উপস্থিত হন।

আরও পড়ুন… আবারও ঢাকাই সিনেমায় মিঠুন চক্রবর্তী

এর আগে গত বৃহস্পতিবার চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ এনে অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহর নামে আদালতে মামলা করেন শাকিব। রহমত উল্লাহর অভিযোগ শাকিব একজন নারী সহ-প্রযোজককে ধর্ষণ করেছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শাকিব খান।

গত ১৫ মার্চ বিকেলে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর শাকিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন নির্মিতব্য ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ। তার লিখিত অভিযোগে বলা হয়, ২০১৭ সালে সিনেমাটির শুটিংয়ের সময় শাকিব খানের মাধ্যমে ক্ষতির সম্মুখীন হয়েছেন। শুটিংয়ের সময় শাকিবের বিরুদ্ধে এক সহপ্রযোজককে ধর্ষণের অভিযোগও তোলেন তিনি।

ইবাংলা/এইচআর /২৭ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us