২০১৯ সালে ইইউ পার্লামেন্টে, ২০২১ সাল থেকে সময় পরিবর্তন হবে কি-না, তার ওপর ভোটাভুটির আয়োজন করে। সময় পরিবর্তন বন্ধ করার পক্ষে ৪১০ এবং বিপক্ষে ১৯২ ভোট পড়ে। সিদ্ধান্ত হয় দু’বার ঘড়ির কাঁটা পরিবর্তন না করার।
অক্টোবরের শেষ শনিবার দিবাগত রাত, শীতের জন্য এবং মার্চের শেষ শনিবার দিবাগত রাতে গ্রীষ্মের জন্য ঘড়ির কাঁটায় সময় পরিবর্তন করা হয়।
তবে ইইউ থেকে ইউকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্তের পর, ২০১৮ সালে এক জনমত সমীক্ষায় দেখা যায়, প্রায় ৮০ শতাংশ ইউরোপিয়ান নাগরিক ঘড়ির কাঁটায় সময় পরিবর্তনের বিপক্ষে।
এবারই শেষ পরিবর্তন হচ্ছে ইতালিতে। প্রায় ৪৫ বছর ধরে বছরে দু’বার সময় পরিবর্তন করা হলেও আগামীতে একক সময় নীতি গ্রহণ করবে ইইউ দেশগুলো। দিনের আলোকে বেশি সময় ব্যবহারের জন্য, বছরে দুইবার শীতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে এবং গ্রীষ্মে ১ ঘণ্টা সামনে এগিয়ে নেয়া হয়।