শপথ নিতে পারলেন না নবনির্বাচিত ইউপি সদস্য সফিকুল শেখ

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোংলা উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ১৮ জন সংরক্ষিত নারী সদস্য ও ৫৩ জন সাধারণ সদস্যরা শপথ নিলেও শপথ নিতে পারেননি চাঁদপাই ইউনিয়নে ১নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মোঃ সফিকুল শেখ।
রোববার (৩১ অক্টোবর) সকাল ১১টায় ও ১২টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।
শপথ বাক্য পাঠ করান মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার। এ সময় নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।
উল্লেখ্য, বাগেরহাট জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে দেয়া মাইনুল মোড়ল এর লিখিত অভিযোগ থেকে জানা যায়, ভোট গ্রহণের আগের দিন ১৯ সেপ্টেম্বর মোংলা উপজেলার চাদপাই ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মতিয়ার রহমান মোড়লের ওপর হামলা চালায় অপর মেম্বার প্রার্থী শফিকুল শেখের নেতৃত্বে একটি গ্রুপ। ওই হামলায় আহত হয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন ফাতেমা বেগম নামে এক বৃদ্ধা।
এরপর ২০ সেপ্টেম্বর ভোট গ্রহণ শেষে ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে মেম্বার নির্বাচিত হন শফিকুল শেখ। ওই নির্বাচনের আগের রাতে মারামারির পর হাসপাতালে এক বৃদ্ধা মারা গেলে এরপর মৃত ফাতেমা বেগমের ছেলে মাইনুল মোড়ল বাদী হয়ে ওই দিন রাতে শফিকুল শেখকে প্রধান আসামী করে ১০ জনের বিরুদ্ধে মোংলা থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় ফেঁসে যান নবনির্বাচিত মেম্বার মোঃ শফিকুল শেখ।
হত্যা মামলার আসামী হয়ে পলাতক থাকা নব নির্বাচিত ইউপি সদস্য যেন শপথ নিতে না পারে সেজন্যে প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিক আবেদন পড়েছে বলে জানা গেছে।
অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষদ’র চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।
এ শপথ অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইকবাল হোসেন,মোংলা উপজেলা আ’লীগের সভাপতি শুনিল কুমার বিশ্বাস,সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন,মোংলা সরকারি কলেজ’র অধ্যাক্ষ গোলাম সরোয়ার,স্ব স্ব ইউপি চেয়ারম্যান,উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Contact Us