ঝিনাইদহে পিকআপভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

ইবাংলা ডেস্কঃ

ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ভ্যানযাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- সদর উপজেলার বিষয়খালী গ্রামের সাবদার আলী (৫০) ও তার স্ত্রী পারভীনা (৪৫)। মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৬টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ সুগারমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Islami Bank

আরও পড়ুন… রিজেন্টের চেয়ারম্যান সাহেদের জামিন স্থগিত

one pherma

জানা যায়, একটি মাছবোঝাই পিকআপভ্যান ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ সুগারমিলের সামনে বিপরীতমুখী একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গৃহবধূ পারভিনা মারা যান। আহত চারজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ার সবদার আলীকে যশোর স্থানান্তর করা হয়ে। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ইবাংলা/এইচআর /২৮ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us