পদ্মা সেতুতে রেললাইন স্থাপনের কাজ সম্পন্ন

পদ্মা সেতুতে পাথরবিহীন রেলপথ নির্মাণে বাকি থাকা সাত মিটার পথ ঢালাই দেওয়ার মধ্য দিয়ে রেলপথ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। রেলপথের দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।

Islami Bank

বুধবার (২৯ মার্চ) বিকালে পদ্মা সেতুতে এ কথা বলেন রেল লিংক প্রকল্পের পরিচালক আফজাল হোসেন।

আরও পড়ুন: ঢাকাসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

one pherma

তিনি বলেন, আজ বিকালে বাকি থাকা সাত মিটারে ঢালাইয়ের পর পদ্মা সেতুর ওপর দিয়ে যাওয়া ফরিদপুরের ভাঙ্গা থেকে মুন্সীগঞ্জের মাওয়া পর্যন্ত রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন হলো। কাজটি সম্পন্ন করতে পারায় আমরা আনন্দিত। গত বছরের ২০ নভেম্বর আমরা কাজটি শুরু করেছিলাম। লক্ষ্যমাত্রা ছিল, চার মাসের মধ্যে মূল সেতুতে রেলপথ নির্মাণের কাজ সম্পন্ন করব।

আফজাল হোসেন বলেন, আজ ঢালাই সম্পন্ন করার পর ২-৩ দিন সময় লাগবে সিমেন্ট জমাট বাঁধতে। তারপর আমরা কিছু পরীক্ষা করবো। তারপরে একটি গ্যাংকার চালিয়ে পরীক্ষা করে দেখবো।যথাসময়ে কাজ সম্পন্ন করায় পরামর্শক ও ঠিকাদার প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us