এইবারের আইপিএল মাতাবেন বলিউড তারকারা

ক্রীড়াঙ্গন ডেস্কঃ

দীর্ঘ তিন বছর পর আইপিএল আবার হোম-অ্য়াওয়ে ম্যাচের ফর্ম্যাটে ফিরছে। তাই এবারের টুর্নামেন্ট আয়োজকদের জন্য খুবই বিশেষ। আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রতিটি দল তাঁদের ঘরের মাঠে প্রতিপক্ষের সঙ্গে একটি ম্যাচ খেলবে ও আরেকটি ম্যাচ সেই প্রতিপক্ষের ঘরের মাঠে গিয়ে খেলবে।

Islami Bank

আরও পড়ুন… সাকিব-লিটনের রেকর্ডের দিনে বাংলাদেশের সিরিজ জয়

আসন্ন টুর্নামেন্টের প্রথম ম্যাচে গত মৌসুমের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটানস মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের। আমদাবাদের নরেন্দ্র মোদী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। ১ লক্ষ দর্শক আসন বিশিষ্ট এই স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যেই নানা গুঞ্জন শুরু হয়েছে। সূত্রের খবর, জমকালো অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন বলিউডের বেশ কিছু প্রথম সারির তারকা। সেই তালিকায় রয়েছেন রাশ্মিকা মন্ধানা, ক্যাটরিনা  কাইফ, টাইগার শ্রফ, তামান্না ভাটিয়া। গান গাওয়ার কথা দেশের এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং-এর। আইপিএলের উদ্বােধনী অনুষ্ঠানটি মৌসুমের প্রথম ম্যাচটি শুরুর আগে আমদাবাদের নরেন্দ্র মোদী আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান হবে।

one pherma

পঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ ১ এপ্রিল খেলবে কলকাতা নাইট রাইডার্স। সেই দলে রয়েছেন তারকা প্রোটিয়া পেসার কাগিসো রাবাডা। যদিও তিনি প্রথম ম্যাচে খেলতে পারবেন না। রয়েছেন ভারতের তরুণ পেসার আর্শদীপ সিং। এছাড়া অজি পেসার নাথান এলিসকে দলে নিয়েছে পঞ্জাব। তাই পেস আক্রমণ যে পঞ্জাবের শক্তি বেশ ভালো।

ইবাংলা/এইচআর/৩০ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us