শনিবার থেকে পাওয়া যাবে ঈদের অগ্রিম টিকিট

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট আগামী ১ এপ্রিল (শনিবার) থেকে কেনা যাবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা শরিফুল আলম।। শুধুমাত্র অনলাইন অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রয় করা যাবে। বৃহস্পতিবার (৩০ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Islami Bank

আরও পড়ুন… জাহাঙ্গীরের মেয়র পদ ফিরে পাওয়ার রায় পেছালো

বৃহস্পতিবার (৩০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে রেলওয়ের এই কর্মকর্তা বলেন, ‘আগে পাঁচ দিনের অগ্রিম টিকিট কেনা যেত, এখন ১০ দিনেরটা কেনা যাবে। এই টিকিট কাউন্টার ও অনলাইন থেকে সংগ্রহ করা যাবে।’ আগামী ৭ এপ্রিল থেকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম টিকিট ইস্যু করা হবে। এবারের ঈদুল ফিতরের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

one pherma

এ বিষয়ে শরিফুল আলম বলেন, ‘আসন্ন পবিত্র ঈদুল ফিতর এ আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট ১৭-৩০ এপ্রিল শুধুমাত্র অনলাইনে ও মোবাইল অ্যাপের মাধ্যমে কেনা যাবে।’ টিকিট কেনার জন্য রেলওয়ে টিকিটিং ওয়েব পোর্টাল, রেলসেবা অ্যাপ বা যেকোনো মোবাইল থেকে এসএমএস করার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্মনিবন্ধন যাচাই করে রেজিস্ট্রেশন করতে হবে।

ইবাংলা/এইচআর/৩০ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us