ওমরা পালন শেষে দেশে ফিরলেন হাসনা মওদুদ

নোয়াখালী প্রতিনিধিঃ

পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী সাবেক সাংসদ হাসনা জসিম উদদীন মওদুদ।

Islami Bank

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে সৌদি আরব এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান। এসময় তাকে অভ্যর্থনা জানাতে তার নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

one pherma

আরও পড়ুন… সৌদিতে নিহত নোয়াখালী ২ প্রবাসীর বাড়িতে শোকের মাতম

এর আগে, বৃহস্পতিবার ২৩ মার্চ সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন হাসনা মওদুদ। উমরাহ পালন শেষে তিনি দেশ ও জনগণের সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন। এ সময় তার কয়েকজন নিকট আত্মীয় তার সঙ্গে ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us