হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদকঃ

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পর এবার আয়ারল্যান্ডকেও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের অপেক্ষায় বাংলাদেশ দল। ইতোমধ্যে প্রথম দুই ম্যাচে টানা জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। শেষ ম্যাচে জিতলে হোয়াইটওয়াশ হবে আইরিশরা। শুক্রবার দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের লক্ষ্যেই মাঠে নামবে টাইগাররা।

Islami Bank

আরও পড়ুন…  ‘বার্সেলোনার প্রস্তাবের অপেক্ষায় মেসি’

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের জয় বাংলাদেশের জন্য এই ফরম্যাটে ছিল টানা পঞ্চম। এই ফরম্যাটে টানা ম্যাচ জয়ে এটি বাংলাদেশের জন্য সর্বোচ্চ। টানা জয়ের সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার দারুণ সুযোগ থাকছে টাইগারদের সামনে।

one pherma

তবে তৃতীয় টি-টোয়েন্টিতে একটি পরিবর্তন দেখা যেতে পারে। স্পিনার নাসুম আহমেদ এই সিরিজে তেমন সুবিধা করতে পারেননি। তার জায়গায় সুযোগ পেতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকা লেগ স্পিনার রিশাদ হোসেন।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, লিটন কুমার দাস, তৌহিদ হৃদয়, শাহীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ/রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

ইবাংলা/এইচআর/৩১ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us