হোয়াইটওয়াশের মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদকঃ

বাংলাদেশে এসে টানা টস জিততে থাকা আয়ারল্যান্ড এবার টস ভাগ্য পক্ষ পেল না। আগের ম্যাচেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। সিরিজ জেতার পর একাদশেও এসেছে বদল। অভিষেক হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনের।

আরও পড়ুন…  হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার সুযোগ বাংলাদেশের সামনে। শুক্রবার এই লক্ষ্যে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিং নিয়েছে স্বাগতিকরা।

তৃতীয় ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। অভিষেক হয়েছে রিশাদ হোসেন ২০ বছর বয়সী এই লেগ স্পিনারের। এ ছাড়া দীর্ঘদিন পর দলে ফিরলেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। গত ম্যাচের একাদশ থেকে নেই মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে এক পরিবর্তন নিয়ে নামছে আইরিশরাও। পেসার গ্রাহাম হিউমের জায়গায় অভিষেক হলো ম্যাথু হামফ্রেজের।

আরও পড়ুন…  অর্থসংকটে বাংলাদেশের অলিম্পিক বাছাই খেলা হচ্ছে না

বাংলাদেশ একাদশঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, রনি তালুকদার ও তাওহিদ হৃদয়।

ইবাংলা/এইচআর/৩১ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us