ইফতারে প্রাণ জুড়ানো কোকোনাট কুলার

গরমে সারাদিন রোজা রেখে ক্লান্তি দূর করার সাথে সাথে দেহে পানির চাহিদা পূরণ করতে আমরা সকলেই ইফতারিতে কম বেশি ঠান্ডা লিকুইড বা শরবত জাতীয় কিছু রাখি। এতে করে শরীর খুব দ্রুত প্রাণশক্তি ফিরে পায়। আর যদি ইফতারের টেবিলে রাখতে পারেন প্রাণজুড়ানো মজার পানীয় কোকোনাট কুলার তাহলে এ পানীয় সারাদিনের ক্লান্তি দূর করতে অনেকটাই সাহায্য করবে।

Islami Bank

আরও পড়ুন: শেষ ম্যাচে লজ্জার হার টাইগারদের

উপকরণ: নারকেল দুধ আধা লিটার, ভ্যানিলা আইসক্রিম ১ কাপ ও বরফকুচি ১ কাপ।

one pherma

প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করুন। গ্লাসে ঢেলে দ্রুত পরিবেশন করুন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us