সুদানে সোনার খনি ধসে ১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ

সুদানে একটি সোনার খনি ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত আরও ২০ জন। শুক্রবার (৩১ মার্চ) সুদানের উত্তরাঞ্চলের ওয়াদি হাফা শহরের নিকটবর্তী একটি খনিতে এ ঘটনা ঘটে। সুদানি মিনারেল রিসোর্স কোম্পানি এক বিবৃতিতে জানায়, মিশর সীমান্তের কাছে অবস্থিত জেবল আল-আহমার সোনার খনিকে ঘিরে থাকা একটি পাহাড়ি ঢাল ধসে পড়লে খনিতে এই মারাত্মক হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুন… ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিতে জাতিসংঘের বিবৃতি

ধসে অন্তত ২০ শিশুশ্রমিক আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শ্রমিকরা খনির ভেতরের পানির নিচে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। সুদান একটি প্রধান স্বর্ণ উৎপাদক দেশ। কিন্তু নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ দুর্বল হওয়ায় সেখানে প্রায় খনি ধসের ঘটনা ঘটে।

ইবাংলা/এইচআর/১ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us