ক্ষমা চাইছি, আর ওই সব পোশাক পরব না

বিনোদন ডেস্কঃ

সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় ভারতে সবচেয়ে বড় টেলিভিশন রিয়্যালিটি শো ‘বিগ বস’ তারকা উরফি জাভেদ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তার ‘অদ্ভূত ফ্যাশন’-এর ছবি-ভিডিও তাকে অনন্য পরিচিতি দিয়েছে। শুক্রবার বিকেলে তাঁর এক টুইট দেখে তাজ্জব নেটপাড়া। টুইটে তিনি লেখেন, “আমি ক্ষমা চাইছি মানুষের মনে আঘাত করার জন্য। আমি যা পরি সেই জন্যও ক্ষমা চাইছি। এবার থেকে এক বদলে যাওয়া উরফিকে দেখতে পারবেন আপনারা। পোশাক অন্যরকম পরব। মাফি (ক্ষমা)।” ওই টুইট দেখেই হিসেব কিছুতেই মেলাতে পারছেন না নেটিজেনরা।

আরও পড়ুন… রণবীরের সঙ্গে মেহেন্দির দিন ভীষণ বিরক্ত লাগছিল

চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন উরফি। তাঁকে নিয়ে নানা কটাক্ষ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে উঠেছে অশ্লীলতার অভিযোগও। এমনকি সম্প্রতি তাঁর বিরুদ্ধে অশ্লীলতার দায়ে থানায় দায়ের হয়েছে অভিযোগ।

এর আগে ছকভাঙা পোশাকের কারণে হুমকি, এফআইআরসহ অনেক ধরনের ঝামেলা পোহাতে হয়েছে তাকে। দিন কয়েক আগেও যিনি নিজের পোশাক নিয়ে কড়া ভাষায় জবাব দিয়েছেন নিন্দকদের, তারই এমন সুরবদলে কৌতূহল জেগেছে অনুরাগীদের মনে।

ইবাংলা/এইচআর/১ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us