ইসরাইলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে ইরান। ইরান জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্য হত্যার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরাইলি বিমান হামলায় শুক্রবার (৩১ মার্চ) বিপ্লবী গার্ড কর্পসের এক কর্মকর্তা নিহত হয় বলে দাবি করেছে ইরান। তেহরান এই হামলাকে অপরাধমূলক পদক্ষেপ বলে অভিহিত করে বলেছে, এর উপযুক্ত জবাব অবশ্যই দেওয়া হবে।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, মিলাদ হায়দারি নামে সিরিয়ায় কর্মরত আইআরজিসির এক সামরিক উপদেষ্টা দামেস্কের উপকণ্ঠে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন।
আরও পড়ুন… সুদানে সোনার খনি ধসে ১৪ জনের মৃত্যু
শুক্রবার গভীর রাতে অধিকৃত গোলান মালভূমির উত্তর দিক থেকে সিরিয়ার ভূখণ্ডে ইসরাইলি যুদ্ধবিমান প্রবেশ করে এবং দামেস্কের উপকণ্ঠে একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। বিবৃতিতে ইহুদিবাদী ইসরাইলের দফায় দফায় সিরিয়ায় হামলার ব্যাপারে আন্তর্জাতিক নীরবতার কঠোর নিন্দা জানানো হয়।
ইবাংলা/এইচআর/২এপ্রিল ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.