উচ্চ মাধ্যমিকের নির্বাচনি পরীক্ষা ৩০ মে শুরু

ইবাংলা ডেস্কঃ

আগামী ৩০ মে থেকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের টেস্ট (নির্বাচনি) পরীক্ষা শুরু হবে। রোববার (২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

Islami Bank

আরও পড়ুন… ইবিতে র‍্যাগিং বিরোধী কর্মসূচি পালিত

one pherma

এতে বলা হয়, আসন্ন ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে, আগামী ৩০ মে নির্বাচনি পরীক্ষা শুরু হবে।বিজ্ঞপ্তিতে আগামী ২১ জুনের মধ্যে এই পরীক্ষা শেষ করতে বলা হয়েছে। সেই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও অনুরোধ জানানো হয়েছে।

ইবাংলা/এইচআর/২ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us