পাবিপ্রবি’তে কণ্ঠস্বরের ‘কণ্ঠস্বর আবৃত্তি দল’ গঠিত

পাবিপ্রবি প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) এর একমাত্র আবৃত্তি সংগঠন ‘কণ্ঠস্বর আবৃত্তি দল’ এর নবগঠিত চতুর্থ কার্যনির্বাহী পরিষদের সভাপতি গনিত বিভাগের (২০১৮-১৯) শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসমাইল হোসেন ইমন ও পরিসংখ্যান বিভাগের (২০১৮-১৯) শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা নাসরিন সজনী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৩১ মার্চ) সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন করা হয়েছে।

আরও পড়ুন… ইবিতে র‍্যাগিং বিরোধী কর্মসূচি পালিত

নব নির্বাচিত কমিটির সভাপতি ইসমাইল হোসেন ইমন বলেন,- ” আমার আত্মপ্রকাশ এর জায়গা কণ্ঠস্বর। মূলত নিজেকে চেনা বা নিজের ভালো লাগার জায়গাটা কে খুব ভয়ে ভয়ে শুরু করেছিলাম ২০১৯ এ! দিনটা আমার এখনও মনে পড়ে। লাল পাঞ্জাবি, চোখে চশমা, যে হাতে মাইক্রোফোন সেটা থরথর করে কাপছে, কি বলতে কি বলি!

তারপর শুরু হলো, শিখতে শুরু করলাম, জায়গাটা ভালো লাগতে শুরু হলো। যান্ত্রিকতার এই সময়টায় নিখাঁদ ভালোলাগা বা ভালো থাকার একটা জায়গা হলো কণ্ঠস্বর! ধন্যবাদ সবাইকে যারা আমাকে শিখিয়েছে বরাবর! ধন্যবাদ আমাকে এতো বেশী ভালোবাসার জন্য! নতুন দায়িত্ব, দায়িত্ব টা বিশাল। আমি যথার্থ চেষ্টা করবো, সঠিকভাবে দ্বায়িত্ব পালন করে যাওয়ার। আমার সহযোদ্ধাসহ কণ্ঠস্বরের সকলকে পাশে চাই।”

আরও পড়ুন… ইবিতে র‍্যাগিং বিরোধী কর্মসূচি পালিত

নব নির্বাচিত সাধারণ সম্পাদক সানজিদা নাসরিন সজনী জানান ,- ” সবাইকে শুভেচ্ছা, ক্যাম্পাসের অন্যতম ভালো লাগার জায়গা কণ্ঠস্বর আবৃত্তি, কবিতা বরাবরই খুব প্রিয়। ছোট বেলা থেকে আবৃত্তি করা হলেও পরে আর করা হয়ে উঠেনি। ক্যাম্পাসে আসার পর যখন শুনলাম এরকম একটা সংগঠন আছে এবং নবীনদের নিয়ে একটা প্রতিযোগিতা করা হয়, তখন মনে একটা নতুন ইচ্ছার সঞ্চার হলো। বসে বসে আবৃত্তি চর্চা, তারপর ক্লাস থাকার কারণে ২নাম্বারে যখন স্টেজে উঠে আবৃত্তি করি ভীষণ ভয় করছিল!

তারপর সেখান থেকে ধীরে ধীরে যখন কিছু মানুষকে পেলাম কণ্ঠস্বরে এসে, তারা ছিলো অসাধারণ! সব সময় শিখেই গেছি এবং এখনও শিখছি, তাদের কাছে সামনে আরও অনেককিছু শেখার আছে। আমাকে যারা শূন্য থেকে গড়ে উঠতে সহায়তা করেছে, তাদের সবার প্রতি অসংখ্য শ্রদ্ধা এবং ভালোবাসা। দায়িত্ব জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

আপনাদের ধন্যবাদ আমাকে যোগ্য মনে করে, এত বড় দায়িত্ব দেওয়ার জন্য। আমি যথাযথ চেষ্টা করব, আমার সবটুকু দিয়ে দ্বায়িত্ব পালন করার। আশা করছি সবাই কণ্ঠস্বরের পাশে থাকবেন, ভালো থাকবেন, শুভকামনা কণ্ঠস্বর। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠন নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে।

ইবাংলা/এইচআর/৩ এপ্রিল ২০২৩

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us