আবারও পাকিস্তান দলে ফিরছেন মোহাম্মদ আমির

ক্রীড়াঙ্গন ডেস্কঃ

২০২০ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। কারণ হিসেবে তৎকালীন বোর্ড ও কোচিং স্টাফদের দ্বারা ‘মানসিক অত্যাচারে’র অভিযোগ এনেছিলেন তিনি। পরবর্তীতে তিনি জানান, কোচের পদ থেকে মিসবাহ উল হক ও ওয়াকার ইউনুস এবং পিসিবি চেয়ারম্যানের পদ থেকে রমিজ রাজা সরে দাঁড়ালে আবারও তিনি জাতীয় দলে ফিরতে পারেন। সম্প্রতি পাকিস্তানের গণমাধ্যমে আমিরের দলে ফেরার বিষয়ে খবর প্রকাশিত হয়েছে।

Islami Bank

আরও পড়ুন… বেনজেমার ৭ মিনিটের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

আমির প্রসঙ্গে কদিন আগে পিসিবি সভাপতি নাজাম শেঠি জানিয়েছিলেন, ‘আমির যদি অবসর থেকে ফিরে আসে, তাহলে জাতীয় দলে খেলতে কোনো বাধা নেই। এই মুহূর্তে আমির চাইলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন।’

one pherma

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় আমির বলেছিলেন, ‘আমি ক্রিকেট ছাড়ছি, কারণ মানসিকভাবে অত্যাচারিত হয়েছি। আমার মনে হয় না এসব সহ্য করে যেতে পারব। ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত অনেক অত্যাচার সহ্য করেছি। শাস্তিও পেয়েছি। পিসিবি আমার জন্য অনেক বিনিয়োগ করেছে, এসব বলে অত্যাচার করা হয়েছে আমার ওপর।’ তবে ওয়াকার ও ইউনুস গত বছরই দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এবার রমিজও পদত্যাগ করলে, আমিরের জন্য খুলে যাবে সব রাস্তা।

ইবাংলা/এইচআর/৩ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us