দুই দিন বন্ধ থাকার পর অবশেষে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হয়েছে। এর ফলে উভয় বন্দর এলাকার মানুষদের মধ্যে দেখা দিয়েছে কর্মচাঞ্চল্যতা। সোমবার (৩ এপ্রিল) সকাল ১০ টার পর আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়।
আরও পড়ুন… বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি বন্ধ, আমদানি সচল
জানা গেছে, বেনাপোল বন্দর দিয়ে রপ্তানিকৃত মাছের ট্রাক থেকে ভারতের পেট্রাপোল বন্দরে বিপুল পরিমাণের স্বর্ণ উদ্ধার হওয়ায় ট্রাকের ড্রাইভার ও আমদানিকারকের প্রতিনিধিকে আটকের প্রতিবাদে অনিদিষ্ঠকালের জন্য রপ্তানি বাণিজ্য বন্ধ ঘোষণা করেছিলেন পেট্রাপোল বন্দর ব্যবহারকারি বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। ফলে বেনাপোল বন্দর এলাকায় আটকা পড়ে হাজারো পণ্যবাহী ট্রাক।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শেখ এনাম আহমেদ বলেন, বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু হওয়ায় বিকেল ৫টা পর্যন্ত ভারত থেকে ২৮০ ট্রাক পণ্য বেনাপোল বন্দরে প্রবেশ করেছে এবং বেনাপোল থেকে ১৬০ ট্রাক পণ্য ভারতের পেট্রাপোল বন্দরে গেছে।
ইবাংলা/এইচআর/৩ এপ্রিল ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.