আগুন নিয়ন্ত্রণে সেনা, নৌ ও বিমানবাহিনীর সাহায্যকারী দল

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনীর টিম যোগ দিয়েছে। নৌবাহিনীর ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে কাজ করছে। মঙ্গলবার সকাল ৮টার পর সেনাবাহিনীর ফায়ার সার্ভিস টিম আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

Islami Bank

আরও পড়ুন… বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪৭ ইউনিট

বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল ও বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট কাজ করেছে। এ ছাড়া ঢাকার সবগুলো ফায়ার ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।

one pherma

এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট।  ঘটনাস্থলে পৌঁছে ৬টা ১২ মিনিটে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। কোনো হতাহতের খবরও দিতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে আশপাশের কয়েকটি ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে।

ইবাংলা/এইচআর/৪ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us