সাবেক পর্নো তারকাকে ঘুষ দেয়ার মামলায় অভিযুক্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডা থেকে নিউইয়র্ক যাচ্ছেন। সেখানে মঙ্গলবার ফৌজদারি আদালতে হাজিরা দেবেন তিনি। সোমবার ফ্লোরিডার রিসোর্ট ছেড়ে নিউইয়র্কে যাত্রা শুরু করেছেন ট্রাম্প। মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটানের আদালতে হাজিরা দেবেন তিনি। ট্রাম্পের হাজিরাকে কেন্দ্র করে পুরো আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুর সোয়া দুইটায় এই শুনানি শুরু হবে এবং ট্রাম্প যে অভিযোগের মুখোমুখি হয়েছেন তা সেসময়ই সম্পূর্ণরূপে প্রকাশ করা হবে। ৭৬ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পই ইতিহাসে প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন।
আরও পড়ুন… ট্রাম্পের আত্মসমর্পণ ঘিরে নিউইয়র্কে বাড়তি সতর্কতা
পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় গত সপ্তাহে ট্রাম্প ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে তাকে মোটা অঙ্কের অর্থ দেওয়া হয়। তবে শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প।
এইদিকে, ট্রাম্পের শুনানিকে সামনে রেখে এফবিআই, নিউইয়র্ক সিটি কোর্ট কর্মকর্তারা এবং সিক্রেট সার্ভিসসহ আইন প্রয়োগকারী কর্মকর্তারা মঙ্গলবারের জন্য প্রস্তুতি নিচ্ছেন। নিউইয়র্ক পুলিশ বিভাগও শহরের আশপাশে যেকোনও বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বলে জানা গেছে।
ইবাংলা/এইচআর/৪ এপ্রিল ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.