রাজধানীর বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস অফিসে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার পদ্মা সেতুর সরকারি ঋণ পরিশোধের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন… এনেক্সকো টাওয়ারে এখনো পানি ছেটানো হচ্ছে
বুধবার (৫ এপ্রিল) গণভবনে পদ্মা সেতু নির্মাণে সরকারি ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। সরকারের অর্থ বিভাগ সেতু কর্তৃপক্ষকে এই টাকা ঋণ হিসেবে দিয়েছিল।
শেখ হাসিনা বলেন, ফায়ার সার্ভিস কার্যালয়ে হামলার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিন। তিনি বলেন, অনেক উন্নত দেশ থেকে বাংলাদেশের আর্থিক অবস্থা ভালো। জনগণের সমর্থনই সরকারের মূল শক্তি। দেশি ও বিদেশি সকল বাধা-বিপত্তি পেরিয়ে পদ্মা সেতুর নির্মাণ করে বিশ্বকে সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন… সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল
বঙ্গবাজারের আগুনের ঘটনাকে দুঃখজনক বলে সরকারপ্রধান বলেন, যতটা সম্ভব সরকার ব্যবসায়ীদের সহায়তা দেবে। পদ্মা সেতু নির্মাণে বাধার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রবল বাধা অতিক্রম করে পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশ বিশ্ববাসীকে সক্ষমতা দেখিয়েছে।
ইবাংলা/এইচআর/৫ এপ্রিল ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.