দেশের অর্থনীতে বিপ্লব ঘটাবে পাহাড়ের কফি ও কাজু বাদাম চাষ

বান্দরবান প্রতিনিধি-

কৃষিমন্ত্রী ড. মো আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বাংলাদেশের অর্থনীতে কফি ও কাজু বাদাম বিপ্লব ঘটাবে। দেশে ও আন্তর্জাতিক বাজারে কাজু বাদাম ও কফির বিশাল চাহিদা রয়েছে, দামও অনেক বেশি। সেজন্য, এসব ফসলের চাষাবাদ ও প্রক্রিয়া জাত বাড়াতে হবে। পাহাড়ের বৃহৎ এলকাজুড়ে এসব ফসল চাষের সম্ভাবনা অনেক। মন্ত্রী বুধবার (৫ এপ্রিল) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি কাজু বাদাম ও কফি বাগান পরিদর্শন কালে এই কথা বলেন।

Islami Bank

আরও পড়ুন… সাংসদ তানভীর শাকিল জয়ের স্ত্রী সামাজিক মর্যাদা চায়

মন্ত্রী পরে হাজী এম এ কালাম সরকারী ডিগ্রী কলেজ মিলনায়তনে কৃষি সমাবেশে যোগ দিয়ে মন্ত্রী আরও বলেন, ফসলের চাষ জনপ্রিয় করতে কৃষক ও উদ্যোক্তাদেরকে বিনামূল্যে উন্নত জাতের চারা, প্রযুক্তি ও পরামর্শ সেবা প্রদান করে যাচ্ছি। এখন পর্যন্ত কফি ও কাজু বাদামের ১২ লাখ চারা বিনামূল্যে কৃষকদেরকে দেয়া হয়েছে। আরও এ বছর ২০ লাখ চারা দেয়া হবে।

one pherma

বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, চা শিল্পে সিলেটের মত আগামীতে পার্বত্য অঞ্চলকে কফি ও কাজু বাদামের জন্য বিখ্যাত করে তোলা হবে। এজন্য সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে।

আরও পড়ুন… ফায়ার সার্ভিস কার্যালয়ে হামলার ঘটনায় ব্যবস্থার নির্দেশ

এসময় রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, খাগড়াছড়ি সংরক্ষিত নারী সাংসদ বাসন্তী চাকমা, কৃষি সচিব ওয়াহিদা আক্তার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বান্দরবান পুলিশ সুপার মো তারিকুল ইসলাম,  ১১ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল রেজাউল করিম, বান্দরবান জেলা প্রশাসনের উপ পরিচালক লুৎফর রহমান, নাইক্ষংছড়ি উপজেলার চেয়ারম্যান অধ্যাপক মো শফিউল্লাহসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us