বামনায় ছাত্রলীগের সভাপতি প্রার্থী ধর্ষণ মামলার আসামি!

বরগুনা প্রতিনিধি :

বরগুনার বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রত্যাশী ধর্ষন মামলার আসামি শেখ রাসেল। তিনি এ ধর্ষণ মামলার এমন তথ্য গোপন করে উপজেলা ছাত্রলীগের সভাপতির পদ পেতে মরিয়া। এমন কি তার বিরুদ্ধে ধর্ষণের পর সন্তান প্রসবের মতো গুরুতর অভিযোগও আছে এ আসামী রাসেলের।

Islami Bank

আরও পড়ুন… বরগুনায় ডিবি পুলিশকে ছুরিকাঘাতে আহতের ঘটনায় গ্রেপ্তার

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে জেলার বামনা উপজেলার বহুল আলোচিত মামলা ছিলেন সুখি ধর্ষণ। সেই আলোচিত মামলার প্রধান আসামী শেখ রাসেল সম্প্রতি সময়ে বিলুপ্তি হয়ে যাওয়া বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হিসেবে জীবন বৃত্তান্ত জমা দেয়ার খবরে টনক লড়ছেন স্থানীয় ছাত্রলীগ নেতাদের। অপরদিকে শেখ রাসেলের প্রার্থীতায় ত্যাগী ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভের সৃস্টি হয়।

অন্যদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী রয়েছেন আরো দুই জন। এরা হলেন, হাসানুজ্জামান সেতু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বামনা উপজেলা ছাত্রলীগ। হাসিবুর রহমান হাসিব, সাবেক সাংগঠনিক সম্পাদক বামনা উপজেলা ছাত্রলীগ।

সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক বামনা উপজেলা ছাত্রলীগ। মহিবুর রহমান মহিব সাবেক সদস্য বামনা উপজেলা ছাত্রলীগ, হৃদয় দাস- সাবেক উপ গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক।

আরও পড়ুন… বরগুনায় পাসপোর্ট অফিসের তিন দালালকে কারাদণ্ড

one pherma

এ বিষয়ে বামনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড হারুন অর রশীদ বলেন, ধর্ষণে অভিযুক্ত এই ছেলেকে আমি চিনি না,  এর আগে রাসেল ছাত্রলীগ করেছেন কিনা তাও আমার জানা নেই। তবে আমি জানি তার বাবা শুকুর হাজি জাফ্ররাখালি ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

অভিযুক্ত শেখ রাসেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা থাকলে উপজেলা ছাত্রলীগের সভাপতি তো দূরের কথা, তাকে দলের সদস্য পদেও রাখা উচিত হবে না। এ বিষয়ে অভিযুক্ত শেখ রাসেলের মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে বামনা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন জনি অভিযুক্ত শেখ রাসেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা থাকার সততা স্বীকার করেছেন। তবে এ মামলাটি খুব দ্রুত সময়ে নিস্পত্তি হবে।

আরও পড়ুন… খন্দকার মাহবুব হোসেনের দাফন সম্পন্ন,বরগুনাবাসীর ক্ষোভ

এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবীর রেজা বলেন, বামনা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করে ছাত্রলীগের পদ-পদবী প্রত্যাশীদের কাছ থেকে জীবন বিত্তান্ত জমা নিয়েছি। সকল তথ্য যাচাই-বাছাই ও স্থানীয় এমপি ও আওয়ামী লীগ নেতাদের পরামর্শে কমিটি গঠন করা হবে। তবে অভিযুক্ত এই ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা চলমানের তথ্য আমার জানা নেই। সঠিক প্রমান পেলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইবাংলা/এইচআর/৮ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us