আইপিএল খেলতে রবিবার কলকাতা যাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদকঃ

আয়ারল্যান্ডের বিপক্ষে এক মাত্র টেস্ট ম্যাচ শেষ। যেখানে আইরিশদের ৭ উইকেটে হারিয়েছে টাইগার বাহিনী। টেস্ট খেলা শেষ হতেই আগামীকাল রবিবার আইপিএল খেলতে ভারতে যাচ্ছেন বাংলাদেশি ওপেনার লিটন দাস। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন লিটন।

Islami Bank

আরও পড়ুন… ক্লাবের মালিকানা দিয়ে মেসিকে নিতে চায় ইন্টার মায়ামি

টেস্টের পর ছুটি মিললো লিটনেরও। সমর্থকদের অপেক্ষা ছিল, কবে নাগাদ কেকেআর শিবিরে যোগ দেবেন তারকা এই ব্যাটার। আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টটি শেষ হয় গতকাল ৭ এপ্রিল। এর মধ্যে কেকেআরের দুটি ম্যাচ খেলা হয়ে গেছে।

one pherma

সাকিব আগেভাগেই নিজেকে সরিয়ে নিয়েছেন আইপিএল থেকে। তাই সবার আগ্রহ এখন লিটনের দিকে। লিটন কবে যোগ দেবেন কেকেআরে? এই প্রশ্নই কেবল ঘুরপাক খাচ্ছিল সমর্থকদের মাথায়।

অবশেষে জানা গেলো খবর। আগামীকাল (রোববার) কলকাতায় যাবেন লিটন। রোববার সন্ধ্যা সোয়া ৭টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দেবেন উইকেটরক্ষক এই ব্যাটার।

ইবাংলা/এইচআর/৮ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us