সরকারের পদত্যাগের পরই কেবল আলোচনা

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার সংঘাত এড়াতে চাইলে তাদের প্রথম কাজ হবে বিরোধী দলের দাবি পূরণ করা। আলোচনা করতে চাইলে তার আগে সরকারকে পদত্যাগ করে বা পদত্যাগের ঘোষণা দিতে হবে। শনিবার (৮ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Islami Bank

আরও পড়ুন… আগুন ও সন্ত্রাস- দুটোই বিএনপির সৃষ্টি

রাষ্ট্রপতির বিদায়ী ভাষণে সংঘাত এড়াতে সংলাপের ইঙ্গিত রয়েছে- এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, এটা সম্পূর্ণভাবে সরকারের ওপর নির্ভর করে। সরকার যদি চায় যে সংঘাত এড়িয়ে সামনের দিকে যাবে, তাহলে প্রথম কাজটা করতে হবে বিরোধী দলগুলোর দাবি পূরণ করা। অর্থাৎ সরকারকে পদত্যাগ করে আলোচনার ব্যবস্থা করতে হবে। তারা যদি বলে আমরা পদত্যাগ করব, তত্ত্বাবধায়ক বিষয়ে কথা বলব, তাহলে হয়ে যাবে।

সরকার পদত্যাগ না করে সংলাপের আহ্বান করলে তাতে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। আগে পদত্যাগ করতে হবে। অথবা ঘোষণা দিতে হবে যে আমরা পদত্যাগ করব।

one pherma

ফখরুল বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে সম্মান করি। কিন্তু তার হাতে তো সাংবিধানিকভাবে খুব বেশি ক্ষমতা নেই। খালেদা জিয়ার নেতৃত্বে সংসদে আমরা যখন বিরোধী দলে ছিলাম, তখন রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়ে নির্বাচন কমিশন গঠন নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাষ্ট্রপতি কোনোটাই বাস্তবায়ন করতে পারেননি। তার সেই ক্ষমতা নেই।

আরও পড়ুন… লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৭ এপ্রিল

সুতরাং তিনি সংলাপের জন্য আহ্বান জানিয়েছেন বলে আপনারা মনে করছেন। কিন্তু আমরা মনে করি গতানুগতিকভাবে সরকারি দলের পক্ষ থেকে তাকে যে বক্তব্য দিতে দেয়া হয়েছে, তিনি সেটাই পাঠ করেছেন।

ইবাংলা/এইচআর/৮ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us