দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ সফরে এসেছিল আয়ারল্যান্ড। তিন ফরম্যাটের সিরিজ শেষে নিজ দেশে ফিরে গিয়েছে আইরিশরা। তিন ফরম্যাটে সিরিজ হারের পর ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে পল স্টার্লিংদের।
আরও পড়ুন… গোল করলেন মেসি, জয় পেল পিএসজি
আগামী মে মাসে ইংল্যান্ডের ইসেক্সে ওয়ানডে সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি। তাছাড়া চোটের কারণে দলে রাখা হয়নি তাসকিন আহমেদকে। আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই ইংল্যান্ডের চেমসফোর্ডে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১২ এবং ১৪ মে।
বাংলাদেশ দল-
তামিম ইকবাল, লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।
ইবাংলা/এইচআর/৯ এপ্রিল ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.