দলে ছিলেন মোস্তাফিজ, শেষ বলের নাটকীয়তায় হারলো দিল্লি

ক্রীড়াঙ্গন ডেস্কঃ

মোস্তাফিজুর রহমানকে ছাড়া খেলে হারের হ্যাটট্রিক করেছিল দিল্লি ক্যাপিটালস। প্রথম তিন ম্যাচেই হারা দলটি এবার মোস্তাফিজকে ছাড়া একাদশ সাজায়নি। বাংলাদেশের তারকা পেসারকে নিয়েও অবশ্য জিততে পারেনি দিল্লি। শেষ বলে গড়ানো আরেকটি নাটকীয় ম্যাচে ৬ উইকেটে জিতে তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দিল্লির একাদশে চান্স পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারেননি মোস্তাফিজ। নিজে করেছেন খরুচে বোলিং। সেইসাথে দলও হেরেছে।

Islami Bank

আরও পড়ুন… সাফের প্রস্তুতি শুরু করছে বাফুফে

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে দিল্লি ১৭২ রান করে। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে একপ্রান্ত আগলে রাখেন ডেভিড ওয়ার্নার। পরে তাকে যোগ্য সঙ্গ দেন অক্ষর প্যাটেল। ২৫ বলে ৫৪ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে আউট হন প্যাটেল। ঠিক তার দুইবল পরেই ৪৭ বলে ৫১ রান করে বিদায় নেন ওয়ার্নার।

দিল্লি শুরুতে বাজে বোলিং করলেও পরে ঘুরে দাঁড়ায় দারুণভাবে। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি তারা। শেষ বলের রোমাঞ্চে ম্যাচটি নিজেদের করে নেয় মুম্বাই।

মোস্তাফিজ বোলিংয়ে আসেন দ্বিতীয় ওভারে। প্রথম বলটি ডট নিলেও পরের তিন বলে তাকে তিনটি চার মারেন ইশান কিশান। ওই ওভারে ১৩ রান দেন মোস্তাফিজ। এরপর ফিজ আক্রমণে আসেন ১৫তম ওভারে। রোহিত শর্মা ও তিলক ভার্মার বিপক্ষে বোলিং করে দেন মাত্র ২ রান। ফিজের ওভার শেষে ৫ ওভারে ৫০ রান দরকার ছিল মুম্বাইয়ের, হাতে ৯ উইকেট।

one pherma

১৬তম ওভারে ১৬ রান দিলেও মুকেশ কুমার সাজঘরে ফেরান তিলক ভার্মা ও সূর্যকুমার যাদবকে। ২৯ বলে ৪১ রান করেন তিলক, সূর্যকুমার মারেন ‘গোল্ডেন ডাক’। ১৭তম ওভারে ফের বোলিংয়ে আসেন মোস্তফিজ। ওই ওভারে সাফল্য পান তিনি। ২টি চার হজম করলেও আউট করেন ৪৫ বলে ৬৫ রান করা মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মাকে।

আরও পড়ুন… আয়ারল্যান্ড সফরে বাংলাদেশের দল ঘোষণা

শেষ ১২ বলে মুম্বাইয়ের দরকার ছিল ২০ রান। মুস্তাফিজুরের এক ওভারে ১৫ রান নিলেন টিম ডেভিড ও ক্যামেরন গ্রিন। শেষ ৬ বলে ৫ রান দরকার ছিল। দ্বিতীয় বলে ডেভিডের ক্যাচ ফস্কান মুকেশ। পরের বল ডেভিডের প্যাডে লাগায় ওয়াইড হয়নি। শেষ বলে দরকার ছিল ২ রান। দৌড়ে সেই রান তুলে নেন মুম্বাইয়ের দুই ব্যাটার। ৬ উইকেটে ম্যাচ জেতে মুম্বাই।

ইবাংলা/এইচআর/১২ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us