দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ডে নতুন মাত্রা যোগ হয়েছে বুধবার। যেদিন বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে এ রেকর্ড অর্জিত হলো। বুধবার (১২ এপ্রিল) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

Islami Bank

আরও পড়ুন… কেন্দ্রীয় শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ

মন্ত্রণালয় জানায়, গতকালের রেকর্ড ছাপিয়ে গেল আজকের উৎপাদন। রাত ৯টার রিপোর্ট অনুযায়ী আজ দেশে মোট বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট। যা বাংলাদেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড।

এদিকে এক ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল- যেকোনো মূল্যে সাধারণ মানুষের জীবনে স্বস্তি নিশ্চিত করতে হবে। এ লক্ষ্য পূরণে আমাদের বিদ্যুৎ বিভাগের কর্মীরা অক্লান্ত কাজ করে যাচ্ছেন, সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন। এর আগে গত বছরের ১৬ এপ্রিল সর্বোচ্চ রেকর্ড ছিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট। সেটাকে ছাড়িয়ে গেছে আজকের এ রেকর্ড।

one pherma

আরও পড়ুন… শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত হয়েছে

উল্লেখ্য, ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল মাত্র ৩ হাজার ২৬৮। বিদ্যুৎ বিভাগ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

ইবাংলা/এইচআর/১৩ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us