বেনজেমার মাইলফলক, রিয়ালে বিধ্বস্ত চেলসি

ক্রীড়াঙ্গন ডেস্কঃ

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসিকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি চেলসির কাছে ছিল প্রতিশোধের। আর রিয়ালের ছিল ১৫তম শিরোপার পথে এগিয়ে যাওয়ার। সেই পথে তারা সফল। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসিকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ২১ মিনিটেই করিম বেনজেমার গোলে বিয়াল এগিয়ে যায়। পরে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও।

Islami Bank

আরও পড়ুন… আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ সাকিব

অন্যদিকে চেলসি কোনো গোলই ঢুকাতে পারেনি রিয়ালের জালে।এই ম্যাচে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেললেন বেনজেমা (১৩০টি)।

খেলার দ্বিতীয়ার্ধের শুরুতে বেন চিলওয়েলকে হারিয়ে ১০ জনের দলে পরিণত হয় চেলসি। ১২ মিনিটে বক্সে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বল পাসিংয়ে চেলসির জালে শট নেন বেনজেমা। সেই শট ফিরিয়ে দেন গোলরক্ষক কেপা আরিজাবালাগা। ২১তম মিনিটে বেনজেমা পেয়ে যান গোল। বেনজেমা নকআউট পর্বে তিন ম্যাচে প্রতিটিতেই গোলের দেখা পেলেন।

আরও পড়ুন… প্রযোজনায় ধোনি, সিনেমার পোস্টার প্রকাশ

one pherma

খেলার বেশিরভাগ সময় বল পায়ে একের পর এক আক্রমণ করতে থাকে রিয়াল। দ্বিতীয়ার্ধে পঞ্চম মিনিটে দারুণ একটি সুযোগ তৈরি করেছিলেনন মদ্রিচ। তবে বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়।

৫৯তম মিনিটে ডি-বক্সে ঢোকার মুখে রদ্রিগোকে টেনে ফেলে দিয়ে লাল কার্ড পান চেলসির বেন চিলওয়েল। এরপর ১০জন নিয়েই খেলতে হয়। শেষ মেস  ২-০ পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় চেলসিকে।

একজন বেশি নিয়ে খেলার সুযোগ ঠিকই লুফে নেয় রিয়াল। ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। কেবল তিন মিনিট আগেই বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। ভিনিসিয়ুস জুনিয়রের নিখুঁত পাসের বিনিময়ে দারুণ এক গোল আসে এই স্প্যানিশ ফরোয়ার্ডের পা থেকে। বাঁকানো নিচু শটে দারুণভাবে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। বাকিটা সময়ও গোলের সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি।

ইবাংলা/এইচআর/১৩ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us