তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরো কয়েক দিন

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের ৫৬টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশজুড়ে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। রংপুর বিভাগ ছাড়া দেশের অন্য সাত বিভাগের ওপর দিয়ে গতকাল বুধবার মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে গেছে।

Islami Bank

আরও পড়ুন… দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

এই সাত বিভাগে দেশের প্রায় ৯০ শতাংশ মানুষের বসবাস। ফলে দেশের বেশির ভাগ মানুষের ওপর তাপপ্রবাহের প্রভাব পড়েছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি চুয়াডাঙ্গায়। এই জেলায় টানা ১১ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী ১৫ থেকে ২১ এপ্রিল পর্যন্ত দেশের ১০টি জেলায় তীব্র তাপপ্রবাহ থাকতে পারে। মেহেরপুর, যশোর, ঝিনাইদহ, মাগুরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে ৪৫ ডিগ্রিতে উঠতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৩৯.৭ ডিগ্রি। এ ছাড়া মোংলায় ৩৯.৫, যশোরে ৩৯.৪, রাজশাহীতে ৩৯.১, খুলনায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

one pherma

আরও পড়ুন… কেন্দ্রীয় শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান,  দেশের সাত বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরো কয়েক দিন অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

ইবাংলা/এইচআর/১৩ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us