সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ত্রিশালে মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা এলাকায় মঙ্গলবার (২ নভেম্বর) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Islami Bank

একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী ফিরোজ মোর্শেদ ও তৌহিদুল ইসলাম নামের দুই ভাই ঘটনাস্থইে নিহত হন। নিহতরা জামালপুর সদরের নান্দিনা খড়খড়িয়া গ্রামের আজিজুল হকের ছেলে।

ত্রিশাল থানার ওসি মো. মাইন উদ্দিন জানান, ফিরোজ মোর্শেদ গাজীপুরে ডিবিএল সিরামিক্স কারখানায় চাকরি করতেন। তার ছোট ভাই তৌহিদুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও বিসিএস পরীক্ষার্থী ছিলেন।

one pherma

গাজীপুরের নয়াপুর থেকে গ্রামের বাড়ি যাওয়ার পথে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের লাশ উদ্ধর করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ কাভার্ডভ্যান চালককে আটক করেছে।

ইবাংলা/টিপি/ ২ নভেম্বর, ২০২১

Contact Us