রমজানের শেষ দশ দিনের গুরুত্বপূর্ণ ১০ আমল

ইবাংলা ডেস্কঃ

মুসলিম উম্মার জন্য পবিত্র রমজানের প্রতিটি মুহূর্তই রহমত বর্ষণ হয়। সবচেয়ে বেশি রহমত থাকে রমজানের শেষ দশ দিন। এই ১০ দিনের মধ্যেই রয়েছে পবিত্র শবেকদর। এ সময়ে বহু গুরুত্বপূর্ণ আমল করার আছে। পবিত্র রমজানের প্রথম ১০ দিন রহমতের, দ্বিতীয় ১০ দিন ক্ষমা লাভের আর শেষ ১০ দিনে জাহান্নামের আগুন থেকে মুক্তির।

Islami Bank

আরও পড়ুন… ইসলামের অনুসারীদের জীবনের সর্বক্ষেত্রে কি ধর্ম (ইসলাম) প্রযোজ্য 

এ জন্য আল্লাহ পবিত্র কোরআনে এবং রাসুল (সা.) রমজানের শেষ ১০ দিনের প্রতি অনেক গুরুত্বারোপ করেছেন। সেই সঙ্গে নানা নফল ইবাদত দিয়ে শেষ ১০ দিনকে সমৃদ্ধ করেছেন। বাংলাদেশের জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ নিজের ফেরিভাই ফেসবুক আইডিতে রমজানের শেষ দশ দিনের ১০টি আমল উল্লেখ করে একটি পোস্ট দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া শায়খ আহমাদুল্লাহ’র পোস্টটি তুলে ধরা হলো।

রমজানুল কারিমের শেষ ১০ দিনের ১০টি মাসনুন আমল-

রমজানের সাধারণ আমলগুলো এই দশকে আরও বেশি গুরুত্বের সঙ্গে সম্পাদন করা।

ইতিকাফ করা।

ইবাদতের জন্য রাত্রিজাগরণ করা।

পরিবারের সদস্যদের রাত্রিজাগরণে উদ্বুদ্ধ করা।

one pherma

কোমর বেঁধে ইবাদতে মশগুল হওয়া বা ইবাদতের জন্য সর্বাত্মক চেষ্টা করা।

অন্য যেকোনো সময়ের চেয়ে ইবাদতের জন্য অধিক পরিমাণ সাধনা করা। প্রতি রাতে; বিশেষ করে বেজোড় রাতগুলোতে শবে কদরের আশায় ইবাদত করা।

শবেকদরের দোয়া পড়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি।

ঈদের চাঁদ অনুসন্ধান করা ও চাঁদ দেখার দোয়া পড়া।

সাদকাতুল ফিতর আদায় করা।

আরও পড়ুন… ১৫ রমজান ‘শুক্রবার’ পৃথিবীতে হবে বিকট আওয়াজ! সত্যটা জানুন

সহিহ বুখারি শরিফের একটি হাদিসে রোজার শেষ দশ দিন সম্পর্কে আয়েশা (রা.) বলেছেন, শেষ দশ দিন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নবিজি (সা.) ইবাদতে ব্যস্ত থাকতেন এবং পরিবারের সদস্যদের ও সারারাত জেগে ইবাদত করতে বলতেন।

আল্লাহ আমাদের রমজানে শেষ ১০ দিনে আমল সঠিকভাবে করা সক্ষমতা দান করুন। আমিন।

ইবাংলা/এইচআর/১৩ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us