সালমানের সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন পূজা হেগড়ে

বিনোদন ডেস্কঃ

বলিউডে অনেক নায়িকাকে ঘিরে প্রেমের খবর বেরিয়েছে ভাইজানখ্যাত সালমান খানের জীবনে। সঙ্গীতা বিজলানি, সোমি আলি, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ, সালমানের প্রেমিকার তালিকা বেশ দীর্ঘ। কিন্তু ৫৬ পেরিয়ে আজও সালমান বলিউডের ‘এলিজেবল ব্যাচেলর’। দীর্ঘদিন পর পর্দায় চমক দেখাতে আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। তার আসন্ন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। এতে বলিউড ভাইজানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন পূজা হেগড়ে।

Islami Bank

আরও পড়ুন… মুক্তি পাচ্ছে সাকিবের প্রথম শর্ট ফিল্ম

এ সিনেমায় কাজ করতে গিয়ে বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরের সঙ্গে নাম জড়িয়েছে এই অভিনেত্রীর। রীতিমতো প্রেমের গুঞ্জন উঠেছে এই জুটিকে নিয়ে। সম্প্রতি এ প্রসঙ্গে মুখ খুলেছেন পূজা।

এ প্রসঙ্গে পূজা হেগড়ে বলেন, এ বিষয়ে আমি কি বলব! আমি কেবল আমারই সম্পর্ক পড়তে থাকি। আমি সিঙ্গেল এবং সিঙ্গেল থাকতেই পছন্দ করি। সত্যিকার অর্থে, বর্তমানে আমি আমার ক্যারিয়ারে মনোযোগ দিচ্ছি। এসব গুঞ্জন নিয়ে আমি আর বক্তব্য দিয়ে আমার সময় নষ্ট করতে চাই না।
আসন্ন ঈদুল-উল-ফিতরে মুক্তি পাবে সালমান-পূজার ‘কিসি কা ভাই কিসি কি জান’। এটি নির্মাণ করেছেন ফরহাদ সামজি। বর্তমানে এই সিনেমার প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন এই জুটি।

one pherma

আরও পড়ুন… নুসরাত ফারিয়া গরীবের নোরা ফাতেহি!

প্রসঙ্গত, সবকিছু ঠিক থাকলে আগামী ২১ এপ্রিল মুক্তির কথা রয়েছে সালমান-পূজা অভিনীত এই সিনেমার। এতে ক্যামিও চরিত্রে দেখা যাবে দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা রাম চরণকে। এ ছাড়াও সিনেমায় আরও অভিনয় করছেন সিদ্ধার্থ নিগম, পাঞ্জাবি গায়ক জাসিস গিল, শেহনাজ গিল, রাঘব জুয়াল, পলক নিগম, দক্ষিণী জাগপতি বাবু, সুপারস্টার ভেঙ্কটেস প্রমুখ।

ইবাংলা/এইচআর/১৪ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us