চুলের যত্নে ঘরোয়া দাওয়াই

ফিচার ডেস্ক

ঘুম ভেঙ্গে বালিশে লেগে থাকা চুলগুলো দেখেই ভেতরটা মোচড় দিয়ে উঠল। মাথার যা কিছু চুল অবশিষ্ট ছিল তা যে ইদানিং কোন পুর্বাভাশ ছাড়াই ঝরে পরছে।

ভাবছেন, একবার পার্লারে গিয়ে একটা প্রোটিন ট্রিটমেন্ট করিয়ে আসবেন। কিন্তু আজ যাই কাল যাই করে সময় করে উঠতে পারছেন না। এদিকে চুল কি আর আপনার সময়ের মুল্য বুঝবে ! সে ঝড়ে পরবে তার আপন গতিতে।

ব্যস্ত সময়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে আপনার হাতের নাগালে থাকা জিনিসগুলো দিয়ে চাইলেই দূর করতে পারেন চুলের যে কোন সমস্যাই। চলুন জেনে নেয়া যাক এমন কিছু দাওয়াই এর কথা।

করলা: করলা তেতো বলে এর অনাদর করেন কেউ কেউ। তবে এ সবজিটি স্বাস্থের জন্যতো বটেই চুলের জন্য ও যে ভিষন উপকারি তা হয়তো জানি না অনেকেই। করলার রস  চুলের আগা ফাটা, চুল পড়া , এবং খুশকি রোধে সাহায্য করে।

২ কাপ করলার রসের সঙ্গে ,২ কাপ টকদই, ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে পুরো চুলে লাগিয়ে রাখুন ত্রিশ মিনিট। দেখুন কদিনেই চুল পড়তো কমবেই সঙ্গে পাবেন মসৃন চুল।

তেজপাতা: খাবারে সুগন্ধি যোগের পাশাপাশি তেজপাতার রয়েছে অসাধারন ঔষধি গুন। চুলের যত্নেও কিন্তু এর জুড়ি নেই। ৪/৫ টি তেজপাতা ধুয়ে ২ কাপ পানিতে মিনিট সাতেক ফুটিয়ে নিন।

এই পানিটিই আপনার চুলের জন্য টনিকের মত কাজ করবে। মাথার স্কাল্পে এবং পুরো চুলে লাগিয়ে ধুয়ে ফেলুন। সেদিন শ্যাম্পু না করে সাধারন পানিতেই ধুয়ে ফেলুন। পরিবর্তন নিজেই বুঝবেন।

রসুন: রসুনে রয়েছে ভিটামিন-বি ও সি। এছাড়া আছে কপার ,আয়রন , জিঙ্ক,সালফার ইত্যাদি উপাদান। জিঙ্ক হেয়ার সেল তৈরি করতে সাহায্য করে। কপার ধরে রাখে চুলের স্বাভাবিক রং।

আয়রনের কারনে চুলে অক্রিজেন সঞ্চালন বাড়ে। বহুবিধ গুণাগুণের জন্য চুলে রসুনের রস ব্যবহার বেশ কার্যকর । তবে এটি ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।

প্রথমে পুরো চুল গোলাপজলে ভিজিয়ে নিয়ে মাথার ত্বকে রসুনের রস লাগিয়ে নিতে হবে। গোলাপজল চুলের আদ্রতা ধরে রাখতে সাহায্য করে। তবে মাথায় কোন ক্ষত থাকলে রসুনের রস এড়িয়ে যাওয়াই ভালো।

ইবাংলা/টিপি/ ২নভেম্বর, ২০২১

 

Contact Us