নিউ সুপার মার্কেটে আর কোথাও আগুন নেই, কিছুক্ষণের মধ্যেই হস্তান্তর

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর নিউ মার্কেট এলাকার ঢাকা নিউ সুপার মার্কেটের আর কোথাও আগুন নেই। রোববার (১৬ এপ্রিল) সকালে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস। আগুন পুরোপুরি নেভাতে গতকাল রাতে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

রোববার সকালে ইউনিট কমিয়ে তিনটিতে নিয়ে আসা হয়। মার্কেটের তিন তলার প্রতিটি দোকান পর্যবেক্ষণ করে সাড়ে আটটার দিকে কোথাও আগুন না থাকার বিষয়ে নিশ্চিত হন ফায়ার সার্ভিস সদস্যরা। কিছুক্ষণের মধ্যে মার্কেটটি ব্যবসায়ী নেতাদের কাছে বুঝিয়ে দেয়া হবে জানায় ফায়ার সার্ভিস।

আরও পড়ুন… উন্নত বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নাই: নিখিল

উল্লেখ্য, শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। র‌্যাব, পুলিশ ও বিজিবিও আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ইবাংলা/এইচআর/১৬ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us