ইউক্রেন থেকে খাদ্য ও শস্য আমদানি নিষিদ্ধ করল পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্কঃ

নিজেদের কৃষিক্ষেত্রকে বাঁচাতে প্রতিবেশী দেশ ইউক্রেন থেকে শস্য ও খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড সরকার। ক্ষমতাসীন ল অ্যান্ড জাস্টিস পার্টির পিআইএস এর পক্ষ থেকে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ইউক্রেন থেকে আসা এসব খাদ্যশস্যের কারণে স্থানীয় বাজারে দাম কমে যাওয়ায় স্থানীয় কৃষকরা ক্ষুব্ধ হচ্ছেন।

আরও পড়ুন… দুবাইয়ের আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১৬

ইউরোপরে দেশগুলোতে প্রচুর পরিমাণে ইউক্রেনীয় শস্য রপ্তানি হয়। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের থেকে আমদানিকৃত ইউক্রেনীয় শস্যের দাম অনেক কম। এতে করে বিপাকে পড়ে স্থানীয় কৃষকরা।

নির্বাচনের বছরে এভাবে ভোটারদের একটি বড় অংশকে নাখোশ করতে চাইছে না ক্ষমতাসীন দল পিআইএস। আর এ কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী বলেন, আমরা ইউক্রেনের অকৃত্রিম বন্ধু আছি ও থাকব। আমরা তাদেরকে সমর্থন করে যাচ্ছি এবং তা চলমান থাকবে। আমাদের সম্পর্কে কোন পরিবর্তন হবে না। তবে, নিজ জনগণের স্বার্থ দেখা প্রত্যেক সরকারের অন্যতম কাজ।

ইবাংলা/এইচআর/১৬ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us