দিনাজপুরে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ২

ইবাংলা ডেস্কঃ

দিনাজপুরের বিরামপুরে নাবিল পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন। রোববার (১৬ এপ্রিল) ভোরে উপজেলার দিওর বটতলী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

Islami Bank

নিহতরা হলেন দিনাজপুর বীরগঞ্জের ভোগনগর এলাকার আব্বাস আলীর ছেলে গোলাম রব্বানী (৩৮) ও ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা আজাদ (৩৭)। তাদের মধ্যে রব্বানী দুর্ঘটনাকবলিত বাসটির চালক ও আজাদ পিকআপভ্যান চালক। আহত ১২ জনের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত কারও নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন… নিউ সুপার মার্কেটে আর কোথাও আগুন নেই, কিছুক্ষণের মধ্যেই হস্তান্তর

one pherma

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে নাবিল পরিবহনের বাসটি দিনাজপুর যাচ্ছিলো। পথে বিরামপুর উপজেলার বিজুল ঢাকাগামী মালবাহী একটি পিকআপভ্যানের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই গাড়ীর দুই চালকের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ১২ জন।আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানায় বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত ।

ইবাংলা/এইচআর/১৬ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us