মদনপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ইবাংলা ডেস্কঃ

নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। রোববার (১৬ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকার তারা মিয়ার ছেলে জহিরুল ইসলাম ও গাইবান্ধা জেলার এবং স্থানীয় গার্মেন্টস শ্রমিক মুকুল।

Islami Bank

আরও পড়ুন… দিনাজপুরে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ২

one pherma

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকালে বন্দরের লক্ষণখোলা বাসস্ট্যান্ড থেকে চারজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মদনপুর যাচ্ছিল। ফুলহর এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জহিরুল ও মুকুলকে মৃত ঘোষণা করেন।

ইবাংলা/এইচআর/১৬ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us