বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ পড়ালেন শায়খ আহমাদুল্লাহ

ইবাংলা ডেস্কঃ

তীব্র তাপদাহ এবং বৃষ্টি না হওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষের জীবন। শুধু মানুষ নয়, এর প্রভাব পড়ছে ফসল থেকে শুরু করে পশু-পাখিদের ওপরও। আর তাই বৃষ্টিপ্রার্থনায় সকালে রাজধানীর আফতাবনগরে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। সারাদেশে বয়ে যাওয়া তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে এবং মহান আল্লাহর কাছে বৃষ্টি কামনা করার জন্য সালাতুল ইসতিসকা পড়ার আহ্বান জানিয়েছিলেন জনপ্রিয় ইসলামী আলোচক আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

Islami Bank

আরও পড়ুন… ইসলামের অনুসারীদের জীবনের সর্বক্ষেত্রে কি ধর্ম (ইসলাম) প্রযোজ্য 

সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর আফতাবনগরে খেলার মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়। শতাধিক মুসুল্লি নিয়ে এই নামাজের জামাতে ইমামতি করেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।

one pherma

মুসল্লিরা বলেন, কয়েক দিন ধরে তীব্র গরমে মানুষ প্রচণ্ড কষ্ট পাচ্ছে। এই অবস্থায় বৃষ্টি হওয়াটা খুব দরকার। বৃষ্টি হলে গরম কমে যাবে। আল্লাহ তা’আলা সালাতের মাধ্যমে বৃষ্টি বা পানি চাইতে বলেছেন। তাই আমরা সবাই একত্রে নামাজ আদায় করেছি।

নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝরে চোখের জল ছেড়ে দিয়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে চলমান বৈশ্বিক সংকট থেকে মুক্তির জন্যও দোয়া করা হয়।

ইবাংলা/এইচআর/১৭ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us