ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপনির্বাচনে চার আসনেই বিপুল ব্যবধানে জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। এ পরিস্থিতিতে জয়ের আনুষ্ঠানিক ঘোষণার আগেই টুইটে এলো দলটির প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা। চার আসনে জিতে তৃণমূলের বিধানসভা আসন ২১৭-তে পৌঁছে গেল।
মঙ্গলবার (০২ নভেম্বর) সকাল থেকে পশ্চিমবঙ্গের দিনহাটা, গোসাবা, খড়দা এবং শান্তিপুর আসনের ভোট গণনা শুরু হয়। গণনা শুরু হতেই যে ট্রেন্ড সামনে আসতে থাকে, তাতে তৃণমূলের বিজয় স্পষ্ট দেখা যায়। তবে ভোটের মার্জিন নিয়েই চিন্তা বাড়ছিল।
- কিন্তু বেলা গড়াতেই বদলে যায় চিত্র। রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপিকে পেছনে ফেলে সব আসনেই এগিয়ে যেতে থাকেন তৃণমূল প্রার্থীরা।
এ উপনির্বাচনে যে চিত্র সামনে এসেছে তা অবশ্যই চিন্তার ভাঁজ ফেলবে বিজেপির কপালে। একাধিক আসনে এক লাখের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থীরা। গতবার বিজেপি যেসব আসনে জিতেছিল, সেগুলোতে এবার বড় ব্যবধানে হেরেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমি চার জয়ী প্রার্থীকেই অভিনন্দন জানাচ্ছি। এটা মানুষের জয়। কারণ, বাংলার মানুষ ঘৃণা এবং মিথ্যার রাজনীতির বিরুদ্ধে উন্নয়ন ও একতাকে বেছে নিয়েছেন। আমরা বাংলাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’
বিধানসভা ভোটের ফল প্রকাশের ঠিক ৬ মাসের মাথায় উপনির্বাচনে চার-এ চার। এতে অনেকটাই বিপর্যস্ত বিরোধীরা। পশ্চিমবঙ্গে এখন তৃণমূলের জয়জয়কার।
গণনার শুরু থেকেই লাফিয়ে লাফিয়ে ব্যবধান বাড়াতে থাকেন চার আসনের তৃণমূল প্রার্থীরা। গোসাবা, দিনহাটায় গণনার মাঝ পথেই তৃণমূলের সঙ্গে নিকটতম দ্বিতীয়ের ব্যবধান এক লাখ ছাড়িয়ে যায়।
- খড়দহ আসনেও বিজেপি-সিপিএমকে পেছনে ফেলে এগিয়ে যান শোভনদেব। অর্থাৎ চার আসনেই বিপুল ভোটে তৃণমূলের জয় এখন কেবল সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। এই আবহে টুইট এল কালীঘাট থেকে।
দলের বিপুল জয়ের কাঁধে চেপে আগামী দিনে বাংলাকে নয়া উচ্চতায় নিয়ে যাওয়ার সংকল্প ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী। নেত্রীর শুভেচ্ছা পাওয়ার পর জয়োল্লাসে মেতেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা।
ইবাংলা/সিএনই/০২ নভেম্বর, ২০২১