মৃত্যুবার্ষিকীর আগেই পর্দায় ফিরছেন ইরফান

বিনোদন ডেস্কঃ

তিনটে বছর কেটে গেল। ক্যামেরার সামনে হাসিমুখে থাকা মানুষটা আর নেই। ইরফান খান এই নামের স্মৃতিকে সম্বল করেই প্রকাশিত হল ‘দ্য সং অফ স্কর্পিয়ানস’ সিনেমার ট্রেলার। ইরফানের তৃতীয় মৃত্যুবার্ষিকীর ঠিক আগেই মুক্তি পাবে ছবিটি।

Islami Bank

আরও পড়ুন… ইফতার পার্টিতে খোলামেলা পোশাক পরে কটাক্ষের শিকার পলক

শোনা গিয়েছে, ২০১৫ সালে এই ছবিটির শুটিং করেছিলেন ইরফান। ২০১৭ সালে সুইজারল্যান্ডের লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে হয় ছবির প্রিমিয়ার। ভারতে বহু আগেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু হয়ে ওঠেনি। প্রবাসী ভারতীয় অনুপ সিংয়ের পরিচালনায় তৈরি হয়েছে ‘দ্য সং অফ স্কর্পিয়ানস’। ছবিতে আদম নামের রাজস্থানি উট ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছিলেন ইরফান। যে নুরান নামের এক উপজাতির মহিলার প্রেমে পড়ে যায়।

one pherma

আরও পড়ুন… মিস ইন্ডিয়া ২০২৩-এর বিজয়ী রাজস্থানের নন্দিনী গুপ্তা

ছবিতে নুরানের ভূমিকায় অভিনয় করেছেন ইরানি অভিনেত্রী গোলশিফতে ফারহানি। ২৮ এপ্রিল ইরফান খানের তৃতীয় মৃত্যুবার্ষিকীর ঠিক আগের দিন সিনেমা হলে মুক্তি পাবে ‘দ্য সং অফ স্কর্পিয়ানস’। ইরফান, গোলশিফতে ছাড়াও এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিলোত্তমা সোম, শশাঙ্ক অরোরা, সারা অর্জুন ও শেফালি ভূষণ।

ইবাংলা/এইচআর/১৯ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us