ইফতার পার্টিতে খোলামেলা পোশাক পরে কটাক্ষের শিকার পলক

বিনোদন ডেস্কঃ

সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে পলক তিওয়ারির। তার আগেই চর্চার তুঙ্গে নবাগতা পলক তিওয়ারি। পেশার থেকে নিজের পোশাকের জন্যই বেশি চর্চায় থাকেন পলক। এবারও তার ব্যতিক্রম হলো না। বিধায়ক বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে নিজের খোলামেলা পোশাকের জন্য ফের সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী।

Islami Bank

আরও পড়ুন…  চাঁদ রাতে আসছে জেমসের নতুন গান ‘সবই ভুল’

সম্প্রতি মায়ানগরীতে ইফতার পার্টির আয়োজন করেছিলেন বাবা সিদ্দিকি। সেখানে চাঁদের হাট বসিয়েছিলেন বলিউডের তারকারা। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন পলক তিওয়ারিও। রুপালি রঙের খোলামেলা ব্লাউজ় ও লেহেঙ্গা পরে পার্টিতে উপস্থিত হন পলক। পলকের এই পোশাক নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

one pherma

সামাজিক মাধ্যমে পলকের ছবি ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের বক্তব্য, ইফতারের মতো ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে এমন পোশাক একেবারেই মানানসই নয়। অনেকে আবার বলেছেন, গ্ল্যামার দুনিয়ায় পা রেখেই পলক নাকি দিশা পাটনির পদাঙ্ক অনুসরণ করছেন।

ইবাংলা/এইচআর/১৮ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us