দেশব্যাপি ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

ইবাংলা ডেস্ক নিউজ

ইবাদাত বন্দেগী আর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে দেশব্যাপি পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। শনিবার (২২ এপ্রিল) জাতীয় ঈদগাহ ময়দানসহ দেশের সকল মসজিদ ও ঈদগাহ ময়দানে মুসলিম ধর্মাবলম্বিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এবার রোজার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। এখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষ নামাজ পড়েছে।

আরও পড়ুন…দেশের বিভিন্নস্থানে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত শুরু হয়। ঈদের নামাজের মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি, ও দেশের মানুষের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের হাজারো মানুষ নামাজ আদায় করেন। ঈদ জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বরাবরের মতো এবারও পাঁচটি জামাত হয়েছে। প্রথম জামাত সকাল ৭টায়। এরপর সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং বেলা ১০টা ৪৫ মিনিটে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

এবার ঈদুল ফিতরের ১৯৬তম জামাত অনুষ্ঠিত হয়েছে শোলাকিয়া ঈদগাহ ময়দান। সকাল ১০টায় শুরু হয় শোলাকিয়ার ঈদের জামাত। এতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরীদ উদ্দিন মাসউদ। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া দেশের গুরুত্বপূর্ণ অন্যান্য স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়

চট্টগ্রাম
চট্টগ্রামে প্রথম ঈদ জামাত জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়। এখানে দুটি ঈদ জামাত হয়। সকাল ৮টায় প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হজরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। আর সকাল ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ জমিয়াতুল ফালাহ্’র পেশ ইমাম হাফেজ মৌলানা আহমদুল হক।

আরও পড়ুন…ঈদ উপলক্ষে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা সুদানে

চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির আয়োজনে ঈদুল ফিতরের প্রধান জামাত হয়েছে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল ৯টায়। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির এই ঈদ জামাতে ইমামতি করেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান।

ময়মনসিংহ
ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায়। এরপর একই স্থানে দ্বিতীয় জামাত সকাল পৌনে ৯ টায় অনুষ্ঠিত হয়।

রাজশাহী
রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়। তবে বৃষ্টি হলে বা আবহাওয়া প্রতিকূলতার কথা চিন্তা করে একই সময় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবার জন্য হযরত শাহ মখদুম (রহ.) দরগা জামে মসজিদে হওয়ার সিদ্ধান্তও ছিলো।

এদিকে রাজশাহীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাতও অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায় মহানগর ঈদগাহে। একই সময়ে মহানগরীর তৃতীয় বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় সাহেববাজার বড় মসজিদ সংলগ্ন সাহেব বাজার জিরোপয়েন্টে।

আরও পড়ুন…আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, তদন্ত হচ্ছে

রংপুর
রংপুরের ঈদগাহগুলোতে ঈদুল ফিতরের জামাত অনষ্ঠিত হয়েছে। এবার ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় রংপুর মহানগরীর কালেক্টরেট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবার খবর পাওয় গেছে। এতে ইমামতি করেন হাফেজ মাওলানা হাফিজুল ইসলাম।

তবে আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প স্থান হিসেবে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে দুই পর্বে সকাল সাড়ে ৮টায় এবং সকাল ৯টায় ওই জামাত অনুষ্ঠিত হবার সিদ্ধান্ত রাখা হয়। এ বছর রংপুর মহানগরীর ৭৫টিসহ জেলার প্রায় ১ হাজার ২০০ ঈদগাহ মাঠে জামাত আদায় করেন মুসল্লিরা।

সিলেট
সিলেটে ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। শনিবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় ঈদের এ জামাত। এতে ইমামতি করেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবু হোরায়রা নোমান।

দ্বিতীয় বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (রহ) মাজার মসজিদে সকাল সাড়ে ৮টায়। শাহজালাল দরগায় ঈদ জামাতে ইমামতি করেন দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ হোসেন।

আরও পড়ুন…দেশের বিভিন্নস্থানে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

খুলনা
খুলনায় ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় সার্কিট হাউজ ময়দানে। এই জামাতে ইমামতি করেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালেহ।

বরিশাল

বরিশালে ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ গোলাম ফারুক জানিয়েছেন, সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

ইবাংলা/টিএইচকে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us