মোঃ আফজাল হোসেন-ফুলবাড়ীঃ ফুলবাড়ী জি.এম (গোলাম মোস্তফা) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পৌর মেয়র গালিগালাজ করায় শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রধান ফটকে ঘন্টাব্যাপী মানববন্ধন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী জি.এম (গোলাম মোস্তফা) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হককে ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন গত ১৮ই এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের বিনামূল্যে চাউল বিতরণের ঘর চাওয়াকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে গালিগালাজ করায় গতকাল মঙ্গলবার মেয়রের বিচারের দাবিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী দেরকে দিয়ে মানববন্ধন করেন।
আরও পড়ুন………প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে জাপান
এই দিকে গতকাল মঙ্গলবার ফুলবাড়ী জি.এম (গোলাম মোস্তফা) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হক এর সাথে কথা বললে তিনি জানান, গত ১৭/০৪/২০২৩ইং তারিখে পৌর মেয়র মোবাইল করে ঘর চাইলে তিনি জানান হলরুম দিতে পারব, কারণ সামনে পরীক্ষা, সিট বসানো হয়েছে, এ কারণে ঘর দেওয়া সম্ভব নয়। তিনি আরো জানান, রাব্বি ও নাইট গার্ড মহসীনকে জোর করে ২টার দিকে ঘর খোলান।
আরও পড়ুন………এসএসসি শুরু ৩০ এপ্রিল
অপরদিকে ফুলবাড়ী পৌরসভা মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, জননেত্রী শেখ হাসিনা ঈদ উপহার উপলক্ষ্যে ফুলবাড়ী পৌরসভায় ৪৬৫১ জন কে ১০ কেজি চাউল দেওয়ার নির্দেশ প্রদান করেন। সেই নির্দেশ মোতাবেক তীব্র তাপদাহের মধ্যে প্রধান শিক্ষককে ঘর দেওয়ার জন্য অনুরোধ করেন। ৯টি ওয়ার্ডের ৯টি ঘর চেয়েছেন। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘর দিবে না বলে জানিয়ে দেন। পৌর মেয়র ২টি রুমে ঢুকে দেখতে পান একটিতে প্রাইভেট পড়াচ্ছে শিক্ষক, বিদ্যালয়ের ব্রেঞ্চ গুলিতে পরীক্ষার কোন সিট প্লান ছিলনা, প্রধান শিক্ষক পৌর মেয়রকে রুম দিবে না বলে মিথ্যা অভিনয় করে। তবুও অনেক কষ্টে খেটে খাওয়া মানুষদের মাঝে উপস্থিত থেকে চাউল বিতরণ করেন। বিদ্যালয়ে একটি ব্রেঞ্চে পৌর মেয়র ও ফুলবাড়ী থানার ২জন স্টাফকে নিয়ে ঐ দিন একটি ব্র্রেঞ্চে বসে বিশৃঙ্খলা যাতে না হয় সে দিকে লক্ষ রেখে বিতরণের কাজটি সম্পূর্ণ করেন। এ সময় প্রধান শিক্ষক পৌর মেয়রকে এসে জনসম্মুখে বলে আপনি কে? এসব কথা বলে লাঞ্চিত করে এবং পৌর মেয়রকে উঠিয়ে দিয়ে ব্রেঞ্চ নিয়ে চলে যান। পৌর মেয়র বলেন আমি ঐ বিদ্যালয়ের ছাত্র এবং ফুলবাড়ী পৌরসভার নির্বাচিত মেয়র। বিদ্যালয়ের প্রতি আমার ভালোবাসা ও উন্নয়ন সহযোগিতা রয়েছে। একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে বিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় ডেকে এনে প্রধান শিক্ষক মিথ্যা মানববন্ধন করান।
ই-বাংলা / এম আর আর
পুর্বের খবর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.