মাটিবাহী ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

নোয়াখালীর প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাটিবাহী ট্রাক্টর চাপায় ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ইসমাইল হোসেন শিহাব (৮) উপজেলার চৌমুহনী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের নাজিরপুর গ্রামের আঠার বাড়ির গোলাম মোস্তফা সুমনের ছেলে। ‍

Islami Bank

আরও পড়ুন…পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সরই পরিদর্শন

বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের জয়নুল আবেদীন মেমোরিয়াল একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে।

one pherma

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে নিহত শিহাব রাস্তা পারপারের সময় একটি মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে সে মাথায় গুরুত্বর আঘাত পায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, শিশুটি রাস্তা পারের সময় একটি মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইবাংলা/টিএইচকে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us