ত্রিশালে বেইলি ব্রিজ ভেঙ্গে নদীতে লরি ও প্রাইভেটকার

ইবাংলা ডেস্কঃ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলায় খিরু নদীর উপর বেইলি ব্রিজটি ভেঙে গেছে। বৈদ্যুতিক ট্রান্সফরমারগামী একটি ৪২ চাকার লরি সেতুটি পার হওয়ার সময় এটি ভেঙ্গে যায়, এ সময় লরি ও প্রাইভেটকার নিচে পড়ে যায়। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। গতকাল বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Islami Bank

আরও পড়ুন… মাটিবাহী ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে-ময়মনসিংহগামী লেনের লোহার ব্রিজে একটি ৪২ চাকার লরি ট্রান্সফরমার নিয়ে উঠলে সেতুটি ধসে পড়ে। এসময় সেতুতে ওঠা একটি প্রাইভেটকারও নিচে পড়ে চিড়েচ্যাপ্টা হয়ে যায়। এ ঘটনায় দুজন আহত হন।

one pherma

ত্রিশাল ফায়ার স্টেশনের সাব-অফিসার আবুল কালাম বলেন, ময়মনসিংহগামী একটি ৪২ চাকার লরি ট্রান্সফরমার নিয়ে লোহার ব্রীজে ওঠার সঙ্গে সঙ্গে এটি ধসে পড়ে। এসময় ওই ব্রীজের ওপর থাকা একটি প্রাইভেটকার চিড়েচ্যাপ্টা হয়ে যায় এবং তাতে থাকা ৫ জনের মধ্যে দুজন আহত হন। ব্রীজটি প্রায় ১০০ ফুট নিচে ধসে পড়ে।

ইবাংলা/এইচআর/২৭ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us