ভোলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ইবাংলা ডেস্কঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের বৈদ্দের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত ব্যক্তি হলেন, মনির শরিফ (৫৫) ও আলী আজগর (৩৫)। তারা সম্পর্কে জামাতা-শ্বশুর।
Islami Bank
বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রাজিব জানান, সকালে ভোলা থেকে যাত্রী নিয়ে সাজনী সুপার পরিবহনের একটি বাস চরফ্যাশনের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বৈদ্দের পুল এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
one pherma
তিনি আরও জানান, নিহত মনির শরিফ উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ও আলী আজগর ৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

 

ইবাংলা/এইচআর/২৭ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us